নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কা, উজিরপুরে পাঁচ ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচি

0

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে পড়েছে অন্তত পাঁচটি ইউনিয়ন। এই সংকট মোকাবেলায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৩০ এপ্রিল (বুধবার) সকালে বড়াকোঠা ইউনিয়নের নারিকেলি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে হাজারো শিক্ষার্থী, রাজনীতিক, সামাজিক কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন।
উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙন রোধে হাজারো মানুষের বিক্ষোভ


উজিরপুর (বরিশাল) বিশেষ প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে পড়েছে অন্তত পাঁচটি ইউনিয়ন। এই সংকট মোকাবেলায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
৩০ এপ্রিল (বুধবার) সকালে বড়াকোঠা ইউনিয়নের নারিকেলি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে হাজারো শিক্ষার্থী, রাজনীতিক, সামাজিক কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন।

বক্তারা জানান, সন্ধ্যা নদীর ধার ধরে গড়ে ওঠা সাকরাল, নারিকেলি, চাউলাহারসহ বিস্তীর্ণ এলাকার জমি, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান এখন ভাঙনের মুখে। প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে মূল্যবান ফসলি জমি ও বসতবাড়ি। দ্রুত বাঁধ নির্মাণ না হলে হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসবে।

মানববন্ধনে বক্তব্য দেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, যুবদলের মোঃ আনিচুর রহমান, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মনিরুজ্জামান মন্টু, সহ-সভাপতি হাফিজুর রহমান চুন্নু, শ্রমিক দলের মোঃ রফিক মল্লিক, ছাত্রদল সভাপতি মোঃ আরিফ হোসেন, কলেজ ছাত্রদলের মোঃ আলী জাকের মল্লিক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির মোঃ সাজাহান ঢালী, জামায়াত ও শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দসহ অনেকে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর হবে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, ভাঙন রোধে জনগণের দাবি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন সক্রিয় রয়েছে।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
NewsLite - Magazine & News Blogger Template
To Top