বরিশালের উজিরপুরে জমি বিরোধের জেরে নৌবাহীনি সদস্যের ঘর ভাংচুর, লুটপাট অবশেষে আগুণ

0

বরিশালের উজিরপুরে জমি বিরোধের জেরে নৌবাহীনি সদস্যের ঘর ভাংচুর, লুটপাট অবশেষে আগুণ
বরিশালের উজিরপুরে জমি বিরোধের জেরে নৌবাহীনি সদস্যের ঘর ভাংচুর, লুটপাট অবশেষে আগুণ


বরিশালের উজিরপুরে জমি বিরোধের জেরে নৌবাহীনি সদস্যের ঘর ভাংচুর, লুটপাট অবশেষে আগুণ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে জমি বিরোধের জেরে নৌবাহীনি সদস্যের ঘর ভাংচুর, লুটপাট অবশেষে আগুণ দিয়েছে প্রতিপক্ষরা।

উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ শে ফেব্রæয়ারী স্থানীয় মৃত মোসলেম ঢালীর ছেলে আব্বাস উদ্দিন মিন্টু ঢালী, হাসান ঢালী, মোস্তফা ঢালীসহ বেশ কয়েক জন মৃত কদম আলী ঢালীর ছেলে নৌবাহীনি সদস্য জয়নুদ্দীন ঢালীর বাড়ি-ঘর ভেঙে লুট-পাট করে। এবিষয়ে জয়নুদ্দীন ঢালী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় স্থানীয় মৃত মোসলেম ঢালীর ছেলে আব্বাস উদ্দিন মিন্টু ঢালী, হাসান ঢালী, মোস্তফা ঢালীসহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে গত ৩রা র্মাচ উজিরপুর মডেল থানা পুলিশ আব্বাস উদ্দিন মিন্টু ঢালীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। পরে, ৫ই র্মাচ আব্বাস উদ্দিন মিন্টু ঢালী জামিন এ বের হয়ে এসে পুনরায় লোকজন নিয়ে নৌবাহীনি সদস্য জয়নুদ্দীন ঢালীর ভাঙা ঘরে আগুণ লাগিয়ে পুড়িয়ে দেয়।

ঘটনার বিষয়ে জয়নুদ্দীন ঢালী বলেন, ওয়ারীশ সূত্রে পাওয়া জমিতে বসত ঘর করে শান্তির্পূণভাবে বসবাস করছিলেন। বেশ কিছুদিন যাবত স্থানীয় ভূমিদস্যুচক্র তাদের বসতঘরের জমি দখলের পায়তারা চালাচ্ছিল। পরবরতিতে ঘর ভাঙচুর ও লুটপাট করে। এবিষয়ে তাদের বিরুদ্ধে মামলা করলেও আসামিরা জামিনে এসে আবার সেই ভাঙা ঘরে আগুণ লাগিয়ে দেয়। তিনি আরো বলেন, আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক। তাদের ভয়ে বাড়ি ছেরে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করছেন। প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবী জানান অসহায় এই নৌবাহীনি সদস্য জয়নুদ্দীন ঢালী।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
NewsLite - Magazine & News Blogger Template
To Top