ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থদেহ, সুন্দর মন

আশুলিয়ায় অনুষ্ঠিত হলো শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা
সাভার-কাশিমপুর প্রতিনিধি:
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থদেহ, সুন্দর মন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশুলিয়ায় অনুষ্ঠিত হলো শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। শনিবার বিকেলে আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজে মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আশুলিয়া থানা আওয়ামীলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ পালোয়ান। পুরোটা সময় জুড়ে উভয় দলের তুমুল লড়াইয়ে দর্শকের বাধভাঙ্গা উল্লাসের মাঝে গোল শুন্যতে খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে ধামসোনা মেরিট আইডিয়াল স্কুলকে ০২-০১ গোলে পরাজিত করে বিজয়ী হন আর. বি আইডিয়াল স্কুল ।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেনের পরিচালনায় ও এম এইচ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শহিদুর রহমান ডালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শওকত, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মল্লিক, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মন্ডল, আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুল মান্নান খাঁন, শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ইকরা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মাতৃছায়া প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাসির হোসেন, ধামসোনা মেরিট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়াকিল আহম্মেদ, আরবি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

